Wheel Rotation

Feb. 23, 2023, 11:41 p.m.


Blog Image

***আপনি কি গাড়ি কেনার পর কখনো Wheel রোটেশন করেছেন ? যদি উত্তর হয় না তবে এই লিখাটি আপনার জন্য।*** 

***Wheel রোটেশন কি? 

Wheel রোটেশন বা Tire রোটেশন হলো গাড়ির Manufacturer হতে র্নিধারিত একটি নির্দিষ্ট মাইলেজ ( সাধারনত ৫০০০ মাইল / ৮০০০ কিঃ মিঃ) পর পর গাড়ির প্রতিটি চাকার নিজেদের মধ্যে অবস্থান (Position) পরির্বতন করাকে বুঝায়। 

Wheel রোটেশন না করলে কি হবে???

আমরা জানি Front Wheel Drive (FWD) এবং Rear Wheel Drive (RWD) গাড়ির Turning ,Accelerating এবং Brake করার সময় রাস্তার সাথে টায়ারের যে Torque-Friction (র্ঘষন) সংগঠিত হয় তার অধিকাংশই সামনের টায়ারগুলো বহন করে । এতে করে সামনের টায়ারগুলো পেছনের টায়ারের তুলনায় বেশি পরিমান ক্ষয় প্রাপ্ত হয় এবং বেশি পরিমান স্ট্রেস নিয়ে থাকে।

ঠিক তদ্রুপ  All Wheel Drive (AWD) গাড়ির বেলায় ও সব টায়ার সমহারে ক্ষয় হয়না।

তাই, Wheel রোটেশন না করে যদি দীর্ঘ দিন গাড়ি চালনো হয় তবে, টায়ার Unequal (অসম) ভাবে ক্ষয় হওয়ার কারনে, টায়ারে Heat Buildup, Hydroplaning হতে পারে এবং টায়ারের Traction সক্ষমতা কমে যাওয়ার ফলে Punctures and Blowout হয়ে দুর্ঘটনার ঝুকি বেড়ে যেতে পারে।

শুধু এই নয়, টায়ার দ্রুত ক্ষয় হওয়ার কারনে, খুব কম সময়ের মধ্যে টায়ার পরিবর্তন করার প্রয়োজন হবে । 

তাই টায়ারের লংজিবিটি বাড়ানোর জন্য এবং অনাকাংখিত দুর্ঘটনা এড়ানোর জন্য আপনার গাড়ির Wheel রোটেশন আজই করে নিন। 

আপনার পরিবারকে নিয়ে পথচলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।

.....................Your Car We Care................


Need Help? Chat with us