ফুয়েল Top Off বা Over filling কেন এত বিপদ জনক ?
01. গাড়িতে Fuel Tank full load করার সময় পেট্রোল ফিলিং স্টেশনের পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া মানে বুঝতে হবে গাড়ির ফুয়েল ট্যাংক পুরোপুরি পূর্ন হয়েছে। তারপরও আমরা অনেকেই কখনও নিজের ইচ্ছায় আবার কখনও পেট্রোল পাম্পের অপারেটরের ইচ্ছায় বা ফুয়েলের দাম রাউন্ড ফিগার মিলানোর স্বার্থে ফুয়েল ট্যাংক এর ক্যাপ পর্যন্ত ফুয়েল লোড করে থাকি।
আর এই Over Filling, প্রাকৃতিক পরিবেশ এবং আপনার গাড়ি উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর।
02. More Fuel Loss More Money :
আমরা জানি ফুয়েল হতে এক ধরনের বাষ্প নির্গত হয়। যাহা ফুয়েলকে গাড়ির ইঞ্জিনে সঠিক ভাবে পুড়াতে সাহায্য করে। কিন্তু Fuel Top Off বা Over filling এর ফলে ট্যাংক এর ভিতর পর্যাপ্ত জায়গা না পাওয়ায় এই বাষ্প Fuel Tank হতে বাহিরে বের হয়ে যায়। এতে ফুয়েল ইকোনমি কমে যায় এবং Fuel খরচ বেড়ে যায়।
03. Excessive Pressure to the Fuel Tank Wall:
তাপ পেট্রোল কে expand করে। তাই Ambient temperature ট্যাংক এর ভিতরে ফুয়েল কে প্রসারিত করে। আর ট্যাংক এর ভিতর পর্যাপ্ত জায়গা না থাকায় এই Expanded Fuel ট্যাংক এর গায়ে Excessive চাপের সৃষ্টি করে ট্যাংক এর স্থায়িত্ব বা longevity কমিয়ে দেয়।
04. Affect Carbon Filter Vapor Collection system:
Fuel Over Filled বা Top Off এর ফলে Excessive Fuel, Vapor recovery system এ প্রবেশ করে Carbon Filter বা Charcoal Canister কে ক্ষতিগ্রস্ত করে।
05. Environmental affect :
Over Filling এর ফলে অনেক সময় ফুয়েল স্পিল হয়ে মাটিতে পড়ে। যাহা Sun Light এর সাথে বিক্রিয়া করে ধোঁয়াশা বা Smog তৈরী করে। আর এই Smog পৃথিবীর ওজন স্তর কে ক্ষতিগ্রস্ত করে।
আপনার পরিবারকে নিয়ে পথচলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।
******Car Boy******
......................Your Car We Care..................