গ্রীস্মের দাবদাহে (Summer Season) দ্রুত প্রশান্তির খোজে, আপনার গাড়ীর AC চালু করে আপনার স্বাস্থ্যের অপূরনীয় ক্ষতি করছেন নাতো???
বাহিরের প্রচন্ড গরম!!! গাড়ী রাখা আছে পার্কিং এ । আমাদের অভ্যাসগত কারনেই আমরা দ্রুত প্রশান্তির খোজে গাড়ীতে উঠা মাত্রই AC চালু করে দিচ্ছি !!!!!! ফলে কি ঘটতে চলছে জানেন???
০১) Hot and Sunny Day তে পার্কিং করা গাড়ীর ভিতরের Temperature, বাহিরের স্বাভাবিক (Ambient) Temperature এর চাইতে ৪০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত বেশি থাকতে পারে। এতে করে, গাড়ীর Interior এ ব্যবহৃত বিভিন্ন Plastic Materials থেকে নির্গত হয় Benzene নামক Cancer সৃষ্টিকারী বিষাক্ত কেমিক্যাল।
০২) American Cancer Society এর গবেষণা মতে, গাড়ীর জানালা বন্ধ অবস্থায় আপনি যখন AC চালু করবেন, তখন এই বিষাক্ত Benzene প্রচুর পরিমানে নিঃশ্বাস এর সাথে আপনার শরীরে প্রবেশ করবে। আর এই ক্ষতিকর Benzene আপনার শরীরে Leukemia এবং Blood Cell Cancers সৃষ্টি করতে পারে।
০৩) শুধুমাত্র এই নয় আরো উদ্বেগের বিষয় হচ্ছে, এই ক্ষতিকর Benzene নিঃশ্বাস এর সাথে আপনার শরীরে প্রবেশের মাধ্যমে আপনার Liver, Bone Tissue এবং কিডনিকে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে।
***তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচার উপায় কি?
# Occupational Safety & Health Administration (OSHA) এর নির্দেশনা মতে, গাড়ীতে প্রবেশ করার পর পর অন্তত কয়েক মিনিটের জন্য গাড়ীর জানালা খুলে দিন। তারপর আপনার AC এর নব Circulates Air From Outside এই Option এ সেট করুন। এবার AC Start Switch অন করুন এবং কিছু সময় পর গাড়ীর জানালা বন্ধ করে দিন।
সঠিক নিয়ম মেনে আপনার গাড়ীর Air Conditioner ব্যবহার করুন, নিজেকে সুরক্ষিত রাখুন।
আপনার পরিবারকে নিয়ে পথ চলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।
…………..Your Car We Care……………