স্পেয়ার টায়ার --- সঠিক ব্যবহার জানলে সম্পদ না জানলে বিপদ !!!
গাড়িতে সাধারনত দুই প্রকার স্পেয়ার টায়ার ব্যবহার করা হয়।
01. Full size Matching Spare Tire: এই টায়ারের সাইজ এবং স্পেসিফিকেশন গাড়ির রেগুলার টায়ারের সমান। তাই এটি ব্যবহারে তেমন কোন এক্সট্রা কেয়ারিং এর প্রয়োজন হয় না।
কিন্তু,
02. Compact Temporary Spare tire or donut tire : এই টায়ার সাইজে রেগুলার টায়ারের চাইতে ছোট এবং নেরো হয়ে থাকে। ডোনাট টাইপ টায়ার স্পেয়ার হিসাবে ব্যবহার করলে অবশ্যই নিম্নোক্ত বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
*** টায়ারে বাতাসের প্রেসার ৬০ psi থাকা চাই।
*** গাড়ির স্পীড কোন অবস্থায় ৫০ mph (ঘন্টায় ৫০ মাইল)এর অধিক করা যাবেনা।
*** স্পেয়ার চাকা লাগানো অবস্থায় ড্রাইভিং ডিসটেন্স সর্বোচ্চ ৫০-৭০ মাইল এর মধ্যে রাখা উচিৎ। অর্থাৎ ৫০ -৭০ মাইল দুরত্বের মধ্যে স্পেয়ার চাকা পরিবর্তন করে রেগুলার চাকা ব্যবহার করা উচিৎ।
*** Turn বা বাঁক নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
*** Cruise Control অপশনটি চালু থাকলে অবশ্যই Off করে দিতে হবে।
*** স্পেয়ার টায়ার হিসাবে donut টায়ার ব্যবহার করলে অনেক সময় গাড়ির Instrument panel বা ড্যাশ বোর্ড এ Brake Warning এবং ABS Warning light show করতে পারে। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই।
আপনার পরিবারকে নিয়ে পথচলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।
................Your Car We Care..................