Never Leave Your Child Alone in a Car

Feb. 24, 2023, 12:52 a.m.


Blog Image

আপনার আদরের সন্তানকে গাড়ীতে একা রেখে অল্প সময়ের জন্য হলেও বাহিরে যাচ্ছেন না তো? কেন একা রেখে যাবেন না ? 

০১) AC Off অবস্থায় যখন গাড়ীর দরজা, জানালা বন্ধ থাকে, তখন প্রতি মিনিটে গাড়ীর ভিতরের তাপমাত্রা বাহিরের তাপমাত্রা থেকে প্রায় ২ ডিগ্রী ফারেনহাইট করে মাত্র ১০ মিনিটের মধ্যে ২০ ডিগ্রী ফারেনহাইট এবং ১ ঘন্টার মধ্যে যা ৪০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যার ফলে খুব অল্প সময়ের মধ্যে হিট ষ্ট্রোক (Hyperthermia) এ আপনার আদরের সন্তান মৃত্যুর কোলে ঢলে পরতে পারে। 


০২) গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্ত বয়স্ক মানুষের তুলনায় শিশুদের শরীরের তাপমাত্রা ৩ থেকে ৫ গুন দ্রুত হারে বৃদ্ধি পায়। 


০৩) বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী গাড়ীতে রেখে যাওয়া শিশুদের মধ্যে প্রায় ৩৩% শিশুই হিট ষ্ট্রোকে আক্রান্ত হয়েছে। 


আপনার পরিবারকে নিয়ে পথচলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।

........... Your Car We Care............


Need Help? Chat with us