টায়ার প্রেসার কম অবস্থায় গাড়ি চালালে কি হতে পারে একবার দেখে নিন!!!
১.Tire Wear Much Quicker : টায়ার প্রেসার যত কম হয় রাস্তার সাথে টায়ারের ঘর্ষণ তত বেড়ে যায়। ফলে টায়ার স্বাভাবিকের তুলনায় দ্রুত ক্ষয় হয়। Under inflated tire অবস্থায় 60 Mph অথবা এর অধিক গতিতে গাড়ি চালালে টায়ার ফেইলুর ( ব্লো আউট) হয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে।এতে গাড়িতে থাকা প্রত্যেকের জীবনকে বিপন্ন করে দিতে পারে।
২.Hurts fuel economy : টায়ার প্রেসার কম অবস্থায় গাড়ি চালালে গাড়ির ট্র্যাকশন ক্ষমতা কমে যায়। আর কম ট্রাকশন মানে আপনার ইঞ্জিন পরিচালনার জন্য যতোটুকু ফুয়েল ব্যবহার করা উচিত তার চাইতে বেশি ফুয়েল ব্যবহার করতে হয়। এতে পার লিটার মাইলেজ কমে যায়।ফুয়েল খরচ বেড়ে যায়।
৩.Handling emergency negatively affected: গাড়ি টার্নিং এবং ব্রেকিং এর সময় আন্ডার ইনফ্লাটেড ( কম চাপ) টায়ারের সাইড ওয়াল গুলি ডিজাইন এর চাইতে বেশি পরিমাণ ফ্লেক্স করে।ফলে ইমার্জেন্সি টার্নিং এবং ব্রেকিং এর সময় চাকার যে পরিমান ট্রাকশন দরকার ঐ পরিমান ট্রাকশন পাওয়া না যাওয়ায় গাড়ি ইমার্জেন্সি কন্ট্রোল কঠিন হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক গুন বেড়ে যায়।
৪.Low tire pressure reduces tire life:কম টায়ার প্রেসারে গাড়ি চালালে টায়ারের আয়ুস্কাল ব্যাপক হারে কমে যায়।