ধরিত্রীর বুকে এসে গেছে শ্রাবণ ধারা!!! এই বর্ষায় গাড়ী নিয়ে বাহিরে যাচ্ছেন???
একটু থামুন !!!
এই লিখাটি হতে পারে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বার্তা।
যদি আপনার শখের গাড়ীটি পানিতে ডুবে বন্ধ হয়ে যায় !!! Don’t try to restart !!!কিন্তু কেন???
০১# গাড়ীটি র্ষ্টাট দেওয়ার চেষ্টা করার সাথে সাথেই, গাড়ীতে যত ইলেক্ট্রনিক্স ডিভাইস থাকবে প্রায় সবগুলোরই র্শট সার্কিট হয়ে নষ্ট হওয়ার আশংকা প্রবল থাকে।
০২# র্ষ্টাট দেওয়ার চেষ্টা করলে ইঞ্জিন সিলিন্ডারে পানি ঢুকে, ইঞ্জিন সিলিন্ডার পিস্টনকে শক্তভাবে আটকে রাখবে, যার কারনে আপনার গাড়ীর ইঞ্জিন আংশিক অথবা সর্ম্পূণ, নষ্ট হয়ে যেতে পারে । একে ইঞ্জিনিয়ারিং ভাষায় হাইড্রোলক বলা হয়ে থাকে।
০৩# গাড়ীর গুরুত্বপূর্ণ অন্যান্য অংশ যেমন ট্রান্সমিশন সিস্টেম, মেকানিক্যাল পার্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে।
০৪# যদি কোন কারনে ইঞ্জিন এ পানি ঢুকে তবে, ইঞ্জিন ওয়েল (সাধারন জনগন যাকে মবিল নামে চিনে) এর সাথে পানি মিশে পুরো লুবরিকেটিং সিস্টেমকে মারাত্বক ক্ষতিগ্রস্ত করবে।
তাই এই বর্ষায় নিরাপদে দেখে শুনে গাড়ী ড্রাইভ করুন। বন্যা কিংবা পানিতে অর্ধেক ডুবা অবস্থায় গাড়ী র্স্টাট দেওয়ার চেষ্টা করা থেকে বিরত থাকুন।
আপনার পরিবারকে নিয়ে পথ চলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।
....…….Your Car We Care………..