Driving in Rain

Feb. 23, 2023, 11:12 p.m.




জেনে রাখুন বৃষ্টিতে গাড়ি চালানোর সময় আপনার করনীয় ০৮ টি গুরুত্বপূর্ণ কৌশল। 

1)Drive_Slow_Down : 

বৃষ্টি চলাকালীন সময়ে, স্বাভাবিক সময়ের চাইতে কম গতিতে গাড়ি চালাতে হবে।

২)Turn on Your Head Light:

বৃষ্টিতে হেড লাইট জ্বালিয়ে দিন। যাতে আপনি এবং অন্যান্য গাড়ির ড্রাইভার একে অপরের গাড়ি ভালো ভাবে দেখতে পায়।

৩)Turn on Windshield Wipers:  

গাড়ির উইন্ডশীল্ড উইপারস চালু করে দিন। যাতে ওইন্ডশীল্ড বা গাড়ির সামনের গ্লাস এ জমে থাকা পানি অথবা Moisture জনিত কারনে, গাড়ির সামনের রাস্তা দেখতে সমস্যার সৃষ্টি না হয়।

৪)Maintain Safe Distance Between Car : আপনার গাড়ি এবং সামনের গাড়ির মাঝে বেশী পরিমান দূরত্ব (Several Car Length) বজায় রাখুন।

৫)Avoid Heavy Braking :

 বৃষ্টি এবং ভিজা রাস্তায় হার্ড ব্রেক পরিহার করুন।

৬)Don't Use Cruise Control : 

যাদের গাড়িতে Cruise কন্ট্রোল অপশনটি আছে, তারা এই Cruise কন্ট্রোল অপশনটি বন্ধ রাখুন।

৭)Watch Out For Standing Water: 

রাস্তায় জমে থাকা পানি দেখলে খুব সাবধানতার সহিত ধীর গতিতে গাড়ি চালান। জমে থাকা পানির মধ্য দিয়ে High Speed (Above 73Kmph) এ গাড়ী চালালে হাইড্রোপ্লানিং জনিত কারনে গাড়ির ট্রাকশান ক্ষমতা হারিয়ে রাস্তা হতে পিছলিয়ে যেতে পারে।

৮)Ventilate Your Car :

বৃষ্টি তে বাতাসে humidity বেড়ে যায় ফলে Windows এবং Windshield (সামনের গ্লাস) foggy (ঘোলা) হয়ে যায়। ফলে সামনে দেখতে সমস্যার সৃষ্টি  হয়।তাই ফ্যান স্টার্ট  করে Out Side Air Circulations option টি সিলেক্ট করে দিন। অথবা Air Flow mode over Windshield option টি সিলেক্ট করে A.C চালু রাখুন। 

আপনার পরিবারকে নিয়ে পথচলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।

.....................Your Car We Care................


Need Help? Chat with us