****ঘন কুয়াশায় গাড়ি চালাতে ভয় পাচ্ছেন না তো? নিরাপদে গাড়ি চালাতে কৌশলগুলো মাথায় রাখুন ****
১. Drive Slow Down: ধীরে ধীরে গাড়ি চালাবো।গন্তব্যে পৌছাতে অতিরিক্ত সময় লাগবেই এ কথা মাথায় রেখে আমরা যাত্রা শুরু করবো।
২. Use Low-beam Headlights: লো-বিম অপসনে গাড়ি চালালে গাড়ির টেইল-লাইট গুলো চালু থাকবে।এতে সামনের এবং পিছনের গাড়ি আমাদের গাড়িকে ভালো ভাবে দেখতে পারবে।
৩. Never Use High-beam Lights: কুয়াশায় হাই-বিম হেড- লাইট ব্যবহার করলে চোখে গ্লার বা ঝলক (Glare)তৈরী হয়।এতে রাস্তায় সামনে কি আছে তা স্পষ্টভাবে দেখা যায়না। তাই হাই-বিম হেডলাইট ব্যবহার করা হতে বিরত থাকবো।
৪. Use Fog Lights: প্রয়োজনে গাড়ির ফগ লাইট জ্বালিয়ে দিবো।
৫. Keep safe distance from in front of Car: হঠাৎ গাড়ি থামানোর অথবা লেন পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তাই সামনের গাড়ি হতে আমার গাড়ির দুরত্ব কমপক্ষে সিক্স-লেংথ কার বা ৬টি গাড়ির সমান দুরত্ব অথবা প্রায় ৮৫ ফুট রাখবো।
৬. Follow the color lines on the road: সঠিক লাইনে আছি কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রাস্তায় অংকিত লাইন এর প্রতি খেয়াল রাখবো।
৮. Use Wipers and Defrosters: সামনে দেখতে সমস্যা হলে প্রয়োজনে আমরা উইপারস এবং ডিফ্রস্টারস ব্যবহার করতে পারি।
৯. Roll down window a little bit: অন্য গাড়ির হর্ন যাতে ভাল ভাবে শুনতে পাওয়া যায় সেই জন্য জানালা একটু খোলা রাখবো।
১০. Driving in fog is not a time for multi-tasking: কুয়াশায় গাড়ি চালানোর সময় মাল্টি-টাস্কিং (গাড়ি চালানোর পাশাপাশি অন্যকাজ) করা একদম উচিৎ নয়। রেডিও/ মিউজিক বন্ধ রাখবো। অপ্রয়োজনে যাত্রীদের সাথে কথোপকথন বন্ধ রাখবো।
১১. Turn on ”Hazard Lights” if visibility is near zero: অত্যন্ত ঘন কুয়াশায় যদি দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি হয়ে যায় তাহলে সব চেয়ে ভালো পদক্ষেপ হলো
> সাথে সাথে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়ে৷ নিরাপদ স্থানে পার্কিং করবো।
> যদি কোন পার্কিং লট বা ড্রাইভওয়ে না থাকে তাহলে গাড়ি যথাসম্ভব রাস্তার এক পাশে থামাবো।
> হ্যাজার্ড লাইট ব্যাতিত সব লাইট বন্ধ করে দিবো।
> ইমার্জেন্সি ব্রেক একটিভ করে দিবো।
> ব্রেক প্যাডেল হতে পা সরিয়ে রাখবো যাতে টেইল- লাইট গুলো না জ্বলে থাকে।
আপনার পরিবারকে নিয়ে পথচলা আরো সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা আছি আপনার পাশে।
******Car Boy******
......................Your Car We Care..................